পাপনের বাসায় বিশেষ মিটিং
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে ভরাডুবি, আসন্ন নিউজিল্যান্ড সফরের দল গঠন বিষয়ে বোর্ড পরিচালক ও ক্রিকেটারদের সঙ্গে বিশেষ মিটিং করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বুধবার ( ১৭ ফেব্রুয়ারি) নিজ বাসভবনে বিকেলে কয়েকজন বিসিবি পরিচালক ও নির্বাচকদের সঙ্গে মিটিং করেন বিসিবি সভাপতি। পরিচালকদের মধ্যে আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দুর্জয়, ইসমাইল হায়দার মল্লিক, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন উপস্থিত ছিলেন।
সন্ধ্যার পর তিন সিনিয়র ক্রিকেটার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, টি-২০ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের সঙ্গেও মিটিং করেছেন পাপন।
নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশের ওয়ানডে, টি-২০ দল ঘোষণা করা হবে শুক্রবার। বাংলাদেশ দল হবে ১৯ সদস্যের। সাকিব আল হাসান না থাকায় ওয়ানডে দলে সুযোগ পেতে পারেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।