নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

সোমবার, জুন ১৬, ২০২৫

পবিত্র আল কোরআনের বাণী

সুরা আনকাবুত, প্রথম পর্ব

ঈমানের ঘোষণাই যথেষ্ট নয়

ইরশাদ হয়েছে, ‘মানুষ কি মনে করে, ‘আমরা ঈমান এনেছি’ এ কথা বললেই তাদের পরীক্ষা না করে অব্যাহতি দেওয়া হবে?’

(আয়াত : ২)

 

যুগে যুগে ঈমানের পরীক্ষা নেওয়া হয়েছে

ইরশাদ হয়েছে, ‘আমি তো তাদের পূর্ববর্তীদেরও পরীক্ষা নিয়েছিলাম। আল্লাহ অবশ্যই প্রকাশ করে দেবেন কারা সত্যবাদী এবং তিনি অবশ্যই প্রকাশ করে দেবেন কারা মিথ্যাবাদী।’ (আয়াত : ৩)

 

পাপীরা আল্লাহর আয়ত্তের বাইরে নয়

ইরশাদ হয়েছে, ‘তবে কি যারা মন্দ কাজ করে তারা মনে করে, তারা আমার আয়ত্তের বাইরে চলে যাবে? তাদের সিদ্ধান্ত কতই না মন্দ!’

(আয়াত : ৪)

 

ভালো কাজের চেষ্টা সুফল বয়ে আনে

ইরশাদ হয়েছে, ‘যে (ভালো কাজের) সাধনা  করে সে তো নিজের জন্যই সাধনা করে। আল্লাহ বিশ্বজগৎ থেকে অমুখাপেক্ষী।’

(আয়াত : ৬)

 

মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করো

ইরশাদ হয়েছে, ‘আমি মানুষকে নির্দেশ দিয়েছে তার মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করতে।...’

(আয়াত : ৮)

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর