পঞ্চম শ্রেণির বিজ্ঞান
পদার্থ ও শক্তি
২৩. সূর্য থেকে পাওয়া শক্তি কী নামে পরিচিত?
উ: সৌরশক্তি।
২৪. উদ্ভিদের খাদ্য তৈরির সময় সৌরশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
উ: রাসায়নিক শক্তিতে।
২৫. কোন শক্তিকে আমরা প্রত্যক্ষভাবে আলো ও তাপ হিসেবে পাই?
উ: সৌরশক্তিকে।
২৬. সৌর প্যানেল সৌরশক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে?
উ:বিদ্যুত্ শক্তিতে।
২৭. যখন আমরা টেলিভিশন চালাই তখন বিদ্যুত্ শক্তি কোন শক্তিতে রূপান্তর হয়?
উ: আলোক, তাপ এবং শব্দ শক্তিতে।
২৮. কোনটি এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়?
উ: শক্তি।
২৯. তাপ সঞ্চালন কী?
উ: উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহই হলো তাপ সঞ্চালন।
৩০. কত উপায়ে তাপ সঞ্চালিত হয়?
উ: তিন উপায়ে।
৩১. তাপ সঞ্চালিত হওয়ার উপায় গুলো কী কী?
উ: পরিবহন, পরিচলন এবং বিকিরণ।
৩২. কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়?
উ: পরিবহন।
৩৩. তরল এবং বায়বীয় পদার্থের মধ্য দিয়ে তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়?
উ: পরিচলন।
৩৪. বিকিরণ কী?
উ: যে প্রক্রিয়ায় তাপ শক্তি কোনো মাধ্যম ছাড়াই উত্স থেকে চারদিকে ছড়িয়ে পড়ে তাই বিকিরণ।
৩৫. আগুন কিংবা বৈদ্যুতিক বাতি থেকে কোন প্রক্রিয়ায় তাপ পাওয়া যায়?
উ: বিকিরণ।