নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

সোমবার, জুন ১৬, ২০২৫

নেপালে জয় নিয়ে ভাবছেন না জেমি

নেপালে তিন জাতির টুর্নামেন্টে লড়াই করার জন্য বাংলাদেশ ফুটবল দল সোমবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে। ইংলিশ কোচ জেমি ডে দারুণ ফুরফুরে মেজাজে রয়েছেন। ১৮ মার্চ নেপালে যাবে বাংলাদেশ।

প্রথম দিনের অনুশীলনে গিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নে জেমি সাফ জানিয়ে দিয়েছেন, ‘সব কোচই ম্যাচ জিততে চায়। চ্যাম্পিয়ন হতে চায় অবশ্যই কোচ হিসাবে আমিও তেমনটাই চাই। তবে আমার খেলোয়াড়রা কতোটা ভালো খেলল তা নিয়েই আমি ভাবছি। খেলোয়াড়দের চাপ দিচ্ছি না।’

৫ জন নতুন প্লেয়ার জাতীয় দলে নেয়া হয়েছে। কোচ কি ভাবছেন এই ৫ জন নিয়ে। জেমি বললেন, ‘জুনে খেলা আছে কাতারে। এখান থেকে চারজনকে পেলেও ভালো যারা কাতারের যেতে পারবেন। আর যদি না পাওয়া যায় তাহলেও কিছু করার নেই। কারণ তখন আমাকে সিনিয়রদের দিকে ঝুঁকতে হবে। যারা ইনজুরিতে আছে তারা নিশ্চয় রিকভারি করে আসবে।’

নেপালকে ঢাকায় এনে বঙ্গবন্ধুর নামে টুর্নামেন্ট আয়োজন করে দুই ম্যাচ সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই নেপালের দেশে গিয়ে নেপালের বিপক্ষে টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। এছাড়াও কিরগিজস্তানের একটি দলও আসবে এই টুর্নামেন্টে।

১৯ মাস পর আবার জাতীয় দলে ফিরেছে মাসুক মিয়া জনি। অনেক দিন পর জাতীয় দলে ফেরায় বেশ উচ্ছ্বসিত হলেও আবার মানিয়ে নেয়ার একটা বিষয়ও কাজ করছে এখানে। জনি বললেন, ‘এখানে যারা ডাক পেয়েছেন তারা সবাই আমাদেরই পরিচিত ফুটবলার। সবার পারফরম্যান্স দেখা আছে। তাদের সঙ্গে ভালো বুঝাপড়া আছে বলেই ভালো লাগছে। আমার মনে হয় না কোনো সমস্যা হবে।’

কোচের জয় পরাজয় নিয়ে ভাবছে না। এমন প্রশ্নে জনির জবাব, ‘জয়-পরাজয় থাকবেই। আমরা টার্গেট করেছি ভালো পারফরম্যান্স করতে। এটা এক ধরনের প্রস্তুতিমুলক টুর্নামেন্ট। কারণ আমাদের সামনে কাতারে খেলা রয়েছে।’

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর