নীরবেই প্রস্তুত হচ্ছে রিয়াল
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিরূপ প্রভাবে অর্থনৈতিক মন্দা চলছে বিশ্ব জুড়েই। ফুটবল ক্লাবগুলোও পড়েছে বড় ক্ষতির মুখে। বার্সেলোনা সম্প্রতি জানিয়েছে, করোনা ভাইরাসের কারণে চলতি বছরে ইতিমধ্যেই ৩০ কোটি ইউরো ক্ষতির সম্মুখীন হয়েছে তারা।
অথচ চলতি বছরের শুরুতেই প্রথম ইউরোপীয় ফুটবল দল হিসেবে ১০০ কোটি ইউরো আয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল কাতালান ক্লাবটি। মার্চে সবকিছু স্থবির হওয়ার আগ পর্যন্ত ছিল কক্ষপথেই। তবে করোনার কারণে এখন উলটো ক্ষতি গুনতে হচ্ছে কাতালান ক্লাবটিকে। এর প্রধান কারণ, মাঠে দর্শকদের অনুপস্থিতি। যার ফলে ম্যাচ দিবসে টিকিটের অর্থ আসছে না কোষাগারে।
থমকে আছে ক্লাবের সব স্যুভেনিরের দোকান, জাদুঘর। এদিকে মহামারির কারণে টিভিস্বত্ব থেকেও পাওয়া অর্থের পরিমাণ গেছে কমে। এ কারণেই বড় ক্ষতি হয়েছে ক্লাবটির। এ ক্ষতি পোষাতে বার্সেলোনা এখন থেকেই ব্যয় কমানোর পথে হাঁটছে। যার প্রথম পদক্ষেপ বড় বেতনে ক্লাবে থাকা খেলোয়াড়দের কমানো।