নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

নায়ক ফারুক যক্ষ্মায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, যশোর ২৯ সেপ্টেম্বর,২০২০

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের যক্ষ্মা ধরা পড়েছে। সেখানে চিকিৎসাধীন তিনি। ২১ দিন চিকিৎসকদের পূর্ণ তত্ত্বাবধানে থেকে সুস্থ হলে দেশে ফিরবেন।

এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান সাংবাদিকদের বলেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে মিয়া ভাইয়ের সঠিক রোগ খুঁজে বের করা হয়েছে। চিকিৎসা শুরু হয়েছে। টিবি বা যক্ষ্মা রোগ হয়েছে তার। মিয়া ভাইয়ের সঙ্গে কথা হয়েছে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

দেশে নায়ক ফারুক দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছিলেন। রাজধানীর দুটি হাসপাতালে তার চিকিৎসা করা হয়েছিল। অবস্থার উন্নতি না হওয়ায় গত ১৩ সেপ্টেম্বর স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা করাতে যান তিনি।

প্রায় পাঁচ দশক ধরে ঢালিউড চলচ্চিত্রের সঙ্গে যুক্ত নায়ক ফারুক। তিনি একাধারে চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী। তরুণ বয়স থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসনের  সংসদ সদস্য নির্বাচিত হন।

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর