নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

ডাচদের হারিয়ে প্রথম জয় ইতালির

নিজস্ব প্রতিবেদক, যশোর ৮ সেপ্টেম্বর,২০২০

নেদারল্যান্ডসকে হারিয়ে উয়েফা নেশন্স লিগে প্রথম জয়ের দেখা পেল ইতালি। সোমবার নেদারল্যান্ডসের আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় ১-০ গোলের জয় পেয়েছেন রবার্তো মানচিনির শিষ্যরা।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে ১-১ ড্র করেছিল ইতালি। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে শুরু করা ডাচরা দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ পেল।

প্রথমার্ধের যোগ করা সময়ে ইম্মোবিলের ক্রস থেকে পাওয়া বল হেড করে প্রতিপক্ষের জালে জড়ান নিকোলো বারেল্লা।

একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতার ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের শীর্ষে ইতালি। ৩ পয়েন্ট নিয়ে ২ নম্বরে নেদারল্যান্ডস।

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর