ট্রাক্টর উল্টে চালক নিহত
মেহেরপুরের গাংনীতে ট্রাক্টর উল্টে চালক রুহুল আমিন (৪২) নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টায় গাংনী-হাটবোয়ালিয়া সড়কের গজাড়িয়া হেমায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ট্রাক্টর ট্রলি নিয়ে রুহুল আমিন হাটবোয়ালিয়া এলাকা যাওয়ার পথে যাচ্ছিলেন। এক সময় নিয়ন্ত্রণ হারিয়ে হেমায়েতপুর এলাকার একটি পুকুরে পড়ে যায় ট্রাক্টরটি। পরে পুকুর থেকে চালকের লাশ উদ্ধার করে স্থানীয়রা।
গাংনী থানার ওসি মো: বজলুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিহত ট্রাক্টর চালক রুহুল আমিন শিশিরপাড়া গ্রামের ইসারত আলীর ছেলে।