নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

টেকনাফে ওয়ানশুটারগানসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক, যশোর ২২ সেপ্টেম্বর,২০২০

কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গিখালী এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একটি ওয়ানশুটারগানসহ এক যুবককে আটক করেছে র‍্যাব-১৫।সোমবার বিকেলে হ্নীলা ইউপি রঙ্গিখালী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বায়তুল নুর জামে মসজিদের সামনে থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়। আটক হলেন,উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী মাদ্রাসাপাড়ার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মোঃ হোসেন(২৪)।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

শেখ সাদী বলেন,সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ব্যবসায়ীরা হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বায়তুল নুর জামে মসজিদের সামনে সড়কের উপর অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।এমন তথ্যে অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে একটি চৌকশ অভিযানিক দল ওই এলাকায় পৌঁছালে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করতে সক্ষম হয়।পরে আটক যুবকের দেহ তল্লাশী করে একটি দেশীয় তৈরি ওয়ানশুটারগান,একটি তাজা কার্তুজ ও দুই রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়।[৫]তিনি আরো বলেন,পরে ধৃতকে অস্ত্র বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্য নিজ হেফাজতে রেখেছেন।উদ্ধারকৃত অস্ত্রসহ আটকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর