টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ওয়ানডে মতো এবার আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত না নিয়ে এবার বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠালেন তিনি।
খর্ব শক্তির দল ওয়েস্ট ইন্ডিজ, করোনাকালে দর্শকহীন গ্যালারি—সব মিলিয়ে সিরিজ ঘিরে ক্রিকেট-প্রেমীদের আগ্রহে কিছুটা ভাটা পড়েছে। তবে বাংলাদেশ দল নিজেদের মিশন থেকে কখনোই কক্ষচ্যুত হয়নি। করোনার ধাক্কা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিরিজে পাওয়া সুযোগ পরিপূর্ণভাবে কাজে লাগাচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে মিরপুরে টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এবার পালা হোয়াইটওয়াশ মিশন পূর্ণ করার।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জেসন মোহাম্মেদ, সুনিল আমব্রিস, এনক্রুমা বনার, জামার হ্যামিল্টন, রভম্যান পাওয়েল, কাইল মেয়ার্স, কেয়র্ন ওটলি, আলজারি জোসেফ, রেমন রিফার, কিওন হার্ডিং, আকিল হোসেইন।
অল্প কিছু পরিবর্তনের আভাস দেওয়া বাংলাদেশ এনেছে দুটি পরিবর্তন। দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন ও পেসার তাসকিন আহমেদ।
বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।