নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

জয়ী যাযাবরের গল্প

নিজস্ব প্রতিবেদক, যশোর ১৪ সেপ্টেম্বর,২০২০

পর্দা নামল ৭৭তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। তারকা ও দর্শকদের শারীরিক উপস্থিতিতে করোনাকালে অনুষ্ঠিত প্রথম কোনো চলচ্চিত্র উৎসব এটি। এ কারণে এবারের আসর নিয়ে সবার আগ্রহ ছিল চরমে। ২ সেপ্টেম্বর শুরু হওয়া এই উৎসব শেষ হয়েছে ১২ তারিখে। সমাপনী দিনে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। আসরের সেরা পুরস্কারটি জিতে নেয় যাযাবরজীবনের গল্প বলা ছবি নোম্যাডল্যান্ড।

ক্লোয়ি ঝাও পরিচালিত ছবিটি জিতেছে উৎসবের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘গোল্ডেন লায়ন’। যদিও করোনার কারণে পুরস্কার গ্রহণের জন্য উৎসবে হাজির হতে পারেননি নির্মাতা ক্লোয়ি কিংবা ছবির মূল শিল্পী ফ্রান্সেস ম্যাকডোরমেন্ড। তাঁদের পক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনির ইতালি অংশের বিপণন বিভাগের প্রধান ডেভিড রোমানি পুরস্কারটি গ্রহণ করেন।

মূলত ইতালির ভেনিস শহরে অনুষ্ঠিত এই ঐতিহ্যবাহী উৎসবে এবার ইউরোপবাসী তারকারাই ছিলেন মধ্যমণি। করোনাভাইরাসের কারণে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় মার্কিন বা অন্য দেশের শিল্পীরা অংশ নিতে পারেননি। উৎসবে হাজির হয়ে সেরা চিত্রনাট্যের পুরস্কারটিও গ্রহণ করতে পারেননি ভারতীয় নির্মাতা চৈতন্য তামহানে তাঁর দ্য ডিসাইপল ছবির জন্য। তবে ব্রিটিশ অভিনেত্রী ভেনেসা কারবি ও ইতালীয় অভিনেতা পিয়েরফ্রান্সেসকো ফাভিনো সশরীরেই নিজেদের পুরস্কার গ্রহণ করেন।

উল্লেখ্য, উৎসবের উদ্বোধনী দিনে আজীবন সম্মাননার বিশেষ গোল্ডেন লায়ন গ্রহণ করেন ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটন।

ভেনিস চলচ্চিত্র উৎসবের বিজয়ীরা:

গোল্ডেন লায়ন: নোম্যাডল্যান্ড, পরিচালক: ক্লোয়ি ঝাও

গ্রাঁ প্রি পুরস্কার: নিউ অর্ডার, পরিচালক: মিশেল ফ্র্যাঙ্কো

সিলভার লায়ন: কিয়োশি কুরোসাওয়া, ছবি: ওয়াইফ অব আ স্পাই

সেরা অভিনেত্রীর ভোলপি কাপ: ভেনেসা কারবি, ছবি: পিসেস অব আ ওম্যান

সেরা অভিনেতার ভোলপি কাপ: পিয়েরফ্রান্সেসকো ফাভিনো, ছবি: পাদ্রেনস্ত্রো

সেরা চিত্রনাট্য: চৈতন্য তামহানে, ছবি: দ্য ডিসাইপল

স্পেশাল জুরি পুরস্কার: ডিয়ার কমরেডস, পরিচালক: আন্দ্রেই কনচালভ্‌স্কি

মারচেলো মাস্ত্রোইয়ানি অ্যাওয়ার্ড: রুহুল্লা জামানি, ছবি: দ্য সান

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর