নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

বুধবার, এপ্রিল ২৩, ২০২৫

জীবনে ফিরলাম বললেন গাঙ্গুলী

নিজস্ব প্রতিবেদক, যশোর ৭ জানুয়ারী,২০২১

‘আমি ভালো আছি। জীবনে ফিরলাম। ধন্যবাদ।’ বাড়ি ফিরেই বললেন সৌরভ গাঙ্গুলী। 

এরআগে হাসপাতাল ছাড়ার আগে গাঙ্গুলি বলেন, ‘আমরা আমাদের জীবন বাঁচাতে হাসপাতালে আসি। এটাই সত্য। আমি উডল্যান্ডস হাসপাতাল ও এখনকার সব চিকিৎসকদের ধন্যবাদ দিচ্ছি এত চমৎকার সেবা দেওয়ার জন্য। আমি একদম ঠিক আছি।’

আগের দিনই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় সৌরভ গাঙ্গুলীকে। তবে নিজেই এক দিন বেশি থাকার সিদ্ধান্ত নেন ভারত ক্রিকেট বোর্ড প্রধান। পাঁচ দিন পর আজ বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন ভারতের এই সাবেক অধিনায়ক। বেহালায় নিজ বাড়িতে দুই সপ্তাহ পর্যবেক্ষণে থাকবেন তিনি। প্রয়োজনে অনলাইনে ‘ওয়ার্ক ফ্রম হোম’ করার বাধা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার সকালে বাড়িতে ব্যায়াম করার সময় বুকে ব্যথা অনুভব করেন এবং কিছুক্ষণ জ্ঞান হারান সৌরভ। নিজেই যোগাযোগ করে ভর্তি হন হাসপাতালে। সেখানে সৌরভের হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। 

তিন সপ্তাহের মধ্যে আবারো হাসপাতালে ফিরতে হবে তাকে। সৌরভের তিনটি করোনারি আর্টারিতে ব্লকেজ ধরা পড়েছে। এর মধ্যে একটিতে স্টেন্ট বসানো হয়েছে। বাকি দুটিতেও স্টেন্ট বসাতে হবে এ মাসেই।

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর