নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

বুধবার, এপ্রিল ২৩, ২০২৫

জার্মানির জালে স্পেনের ৬ গোল

নিজস্ব প্রতিবেদক, যশোর ১৯ নভেম্বর,২০২০

একের পর এক গোল ঢুকছে জালে, আর সেটা অসহায় হয়ে দেখছে গোলরক্ষক- এমনকি হিটলারকেও কখনো জার্মানির এমন অসহায় আত্মসমর্পণ দেখতে হয়নি উয়েফা নেশন্স লীগের ম্যাচে স্পেনের কাছে - গোলে হেরেছে জার্মানি ১৯৩১ সালের পর এটাই তাদের সবচেয়ে বড় পরাজয় আর প্রতিযোগিতামূলক ম্যাচে এমন হার তাদের কখনো দেখতে হয়নি

ইউক্রেনের মাঠে হার, সুইজারল্যান্ডের মাঠে ড্র; দুই অ্যাওয়ে ম্যাচে হোঁচটের পর স্পেনের জয়ের বিকল্প ছিল না। খাদের কিনারায় দাঁড়িয়ে স্বমহিমায় জ্বলে উঠল দল। পরিকল্পিত আক্রমণাত্মক ফুটবল খেলা ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে ম্যানচেস্টার সিটির তরুণ উইঙ্গার ফেররান তোরেসের দারুণ হ্যাটট্রিকে জার্মানিকে গোলবন্যায় ভাসিয়ে দারুণ এক রাত উদযাপন করেছে আসরে সেমিফাইনাল নিশ্চিত করা লুইস এনরিকের দল

মঙ্গলবার রাতে সেভিয়ায় অনুষ্ঠিতলীগের নম্বর গ্রুপের ম্যাচটি ড্র করতে পারলেই শেষ চারে যাওয়া নিশ্চিত করে ফেলত জার্মানি। অথচ তারা বিন্দুমাত্র প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়। 

১৭ মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় স্পেন। দূরের পোস্টে ফাবিয়ান রুইসের নেয়া কর্নারে লাফিয়ে কোনাকুনি হেডে গোলরক্ষককে পরাস্ত করেন জুভেন্টাস স্ট্রাইকার মোরাতা। ৩৩ মিনিটে নিজের হ্যাটট্রিকের প্রথম গোলটি করেন ফেররান তোরেস। বাম পাশ দিয়ে উঠে আসা হোসে গায়ার কাছ থেকে বল পান রুইজ। তিনি সামনে বাড়িয়ে দেন ফেররানের উদ্দেশ্যে, যিনি সহজেই গোলরক্ষক ন্যুয়্যারকে

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর