চলচ্চিত্রে শাফিন আহমেদ
চলচ্চিত্রে অভিষেক হচ্ছে পপ ব্যান্ড মাইলস’র ভোকাল শাফিন আহমেদের। ছবির নাম রহস্যে ঘেরা শহর। এটি পরিচালনা করবেন তারেক মুহাম্মদ খান। সিনেমাটিতে রোববার চুক্তিবদ্ধ হয়েছেন শাফিন আহমেদ। এর আগে নাটকে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি।
চলচ্চিত্রটি প্রসঙ্গে শাফিন বলেন, “কাজটি নিয়ে অনেকদিন ধরে পরিচালকের সঙ্গে আলোচনা চলছিল। অবশেষে রাজি হলাম। এতে আমাকে একজন রহস্যমানব হিসেবে দেখতে পাবেন দর্শক।”
পরিচালনার পাশাপশি ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন তারিক মুহাম্মদ হাসান। তিনি বলেন, “কিশোর থ্রিলার গল্পের সিনেমা এটি। শাফিন ভাইকে ধন্যবাদ তিনি আমার ওপর আস্থা রেখে অভিনয়ে করছেন এতে। মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ তরুণ প্রজন্মের কাছে একটি স্বপ্নের নাম। মাইলসের গান শুনে শুনেই তরুণরা ব্যান্ডের গানের প্রতি আগ্রহি হয়। এর আগেও মিউজিক ইন্ডাষ্ট্রির বেশ কয়েকজন বড় বড় তারকাদের নিয়ে কাজ করেছি আমি। অভিনয় করিয়েছি ক্রিকেট অঙ্গনের তারকাদেরও। আশা করি শাফিন ভাইকে নিয়ে এবারের যাত্রাটা দারুণ হবে।”
সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন শহিদুজ্জামান সেলিম, ফারুক আহমেদ, ডা. এজাজ ও সুমন পাটোয়ারি। আরো আছেন সামিন, মানিক ও সপ্তর্শীসহ অনেকেই। আগামী ১১ মার্চ রহস্য ঘেরা শহরসিনেমার শুটিং শুরু হবে। মুক্তি পাওয়ার কথা আসন্ন ঈদে।