নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

বুধবার, এপ্রিল ২৩, ২০২৫

চলচ্চিত্রে মিথিলা, সঙ্গে নিরব

অনন্য মামুন ‘অমানুষ’ নামে একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। ছবিতে অভিনয় করবেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। সঙ্গে আছেন নিরব।

এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় প্রথমবারের মতো অভিনয় করতে চলেছেন মিথিলা। কলকাতা থেকে শনিবার বিকেলের ফ্লাইটে ‘অমানুষ’ সিনেমায় চুক্তিবদ্ধ হতে ঢাকায় আসেন মিথিলা। রাতে বনানীর একটি রেঁস্তোরায় মিথিলা ও নিরবকে সিনেমাটিতে চুক্তিবদ্ধ করেন পরিচালক অনন্য মামুন।

মিথিলা বলেন, “সিনেমা করতে গেলে মানসিক প্রস্তুতির বিষয় থাকে। এখন আমি কাজের জন্য প্রস্তুত। তাছাড়া আমি ফুলটাইম একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। সময় মেলানো ও গল্প পছন্দ হওয়ার বিষয়টিও থাকে। সবকিছু মিলে যাওয়া ‘অমানুষ’ সিনেমাটি করতে যাচ্ছি।”

ছবি প্রসঙ্গে অনন্য মামুন বলেন, “চার মাস আগে ‘অমানুষ’ নির্মাণের পরিকল্পনা করি। সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ মার্চ সিনেমাটির শুটিং শুরু করবো।”

তিনি জানিয়েছেন, সিনেমার শুটিং হবে সুন্দরবনে। ব্যাপক আয়োজন আর পরতে পরতে চমক নিয়ে হাজির হচ্ছে ‘অমানুষ’। শুটিং শুরু না হলেও এর প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়েছে। চলতি মাস থেকেই সুন্দরবনের আশেপাশের কিছু অঞ্চলে এর শুটিং শুরু হবে।

সুন্দরবনের জলদস্যু ও সুন্দরবনের বায়োডাইভার্সিটিকে উপজীব্য করে এই চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে। শুধু গল্প নয়, পুরো আয়োজন ও পরিকল্পনা শুনে মুগ্ধ হয়েছেন মিথিলা। আর তাই খুব আগ্রহ নিয়েই মিথিলা কাজ করতে যাচ্ছেন চলচ্চিত্রে।

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর