নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

বুধবার, এপ্রিল ২৩, ২০২৫

খালেদা জিয়ার করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, যশোর ১১ এপ্রিল,২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

শনিবার (১০ এপ্রিল) আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর’বি) নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।

রোববার (১১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান। তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের সাথে তিনি কথা বলেছেন। সেখান থেকে নিশ্চিত করা হয়েছে বেগম খালেদা জিয়া করোনা পজেটিভ।

তবে খালেদা জিয়ার করোনা আক্রান্তের খবর অস্বীকার করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন। তিনি জানান, খালেদা জিয়ার নমুনাই সংগ্রহ করা হয়নি। বিএনপির একাধিক নেতাও এই কথা জানান।

এদিকে খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্টটি এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সেই রিপোর্টের কিউআর কোড স্ক্যান করে সরকারি সাইটেও খালেদা জিয়ার করোনা আক্রান্তের সত্যতা পাওয়া গেছে।

জানা যায়, শনিবার (১০ এপ্রিল) বিকালে ল্যাবএইডের টেকনোলজিস্ট মো. সবুজ ফিরোজায় গিয়ে খালেদা জিয়ার নমুনা সংগ্রহ করেন। এ সময় তার ব্যক্তিগত চিকিৎসক ও ভাগ্নে ডা. মামুন সেখানে উপস্থিত ছিলেন।

ডা. মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এমন ঘটনার কোনো সত্যতা নেই। আমিই তার রেগুলার চেকআপ করি। রেগুলার চেকআপের অংশ হিসেবে ব্লাড টেস্ট করতে হয়। এটার জন্য তার ব্লাড নিতেই টেকনেশিয়ান নিয়ে ফিরোজায় গিয়েছিলাম। এটা কোনো করোনা পরীক্ষার অংশ না। খালেদা জিয়ার করোনা পরীক্ষার খবর নিতান্তই বিভ্রান্তিমূলক।

এ বিষয়ে আইসিডিডিআর’বি এর জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, “আমরা কারো ব্যক্তিগত মেডিকেল রিপোর্ট অন্য কাউকে দেই না। তাই আমরা এই ব্যাপারে কোনো তথ্য দিতে পারবো না।”

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর