কোরআনের বাণী
আল্লাহর উপমা সৃষ্টি কোরো না
ইরশাদ হয়েছে, ‘সে আমার সম্বন্ধে উপমা রচনা করে, অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলে যায়। সে বলে, কে অস্থিতে প্রাণ সঞ্চার করবে, যখন তা পচে-গলে যাবে।’ (আয়াত : ৭৮)
আল্লাহ তাঁর সব সৃষ্টি সম্পর্কে অবগত
ইরশাদ হয়েছে, ‘বলো! তার মধ্যে প্রাণ সঞ্চার করবেন তিনিই, যিনি তা প্রথমবার সৃষ্টি করেছেন এবং তিনি প্রত্যেক সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত।’
(আয়াত : ৭৯)
আল্লাহ সবুজ গাছ থেকে আগুন উৎপাদন করেন
ইরশাদ হয়েছে, ‘তিনি তোমাদের জন্য সবুজ গাছ থেকে আগুন উৎপাদন করেন এবং তোমরা তা থেকে প্রজ্বালন করো।’
(আয়াত : ৮০)
আল্লাহর ইচ্ছা অনিবার্য
ইরশাদ হয়েছে, ‘তাঁর ব্যাপার শুধু এই, তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন, তিনি তাকে বলেন, ‘হও’ ফলে তা হয়ে যায়।’
(আয়াত : ৮২)
সর্বময় ক্ষমতা আল্লাহর জন্য
ইরশাদ হয়েছে, ‘অতএব পবিত্র ও মহান তিনি, যাঁর হাতেই প্রত্যেক বিষয়ের সর্বময় কর্তৃত্ব; আর তাঁর কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে।’ (আয়াত : ৮৩)