কেন্দ্র ৬১৩, নিবন্ধন ১১ হাজার
৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে এক যোগে শুরু হচ্ছে করোনার টিকাদান কর্মসূচি। এরই মধ্যে জেলায় জেলা পাঠিয়ে দেওয়া হয়েছে করোনার টিকা। টিকা প্রদানের জন্য সারা দেশে ৬১৩টি কেন্দ্র স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। এর মধ্যে ঢাকায় থাকবে ৪৯টি কেন্দ্র।
শনিবার সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
খুরশীদ আলম আরো জানিয়েছেন, করোনার টিকা গ্রহণের জন্য সুরক্ষা ওয়েবসাইটে নাম নিবন্ধনর করেছেন প্রায় ১১ হাজার ব্যক্তি। তবে কেউ নিবন্ধন করতে না পারলেও কেন্দ্রে এসে তা সম্পন্ন করে টিকা নিতে পারবেন। ফেব্রুয়ারিতে টিকার দ্বিতীয় চালান আসবে বলেও জানান তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরো জানিয়েছেন, ৭ ফেব্রুয়ারি সারা দেশে টিকা প্রয়োগের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার পর্যন্ত ৩৬টি জেলায় টিকা পৌঁছে গেছে। সারা দেশে ৬৯৯০টি টিকার টিম কাজ করবে।