কালবৈশাখীতে নিহত চার
গাইবান্ধাতে কালবৈশাখীর তাণ্ডবে চারজন নিহত হয়েছেন।
রোববার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের মৃত সোলেমান মিয়ার স্ত্রী ময়না বেগম (৬০), ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামের বিচ্চু মিয়ার স্ত্রী শিমুলি বেগম (২৬) এবং পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের আবদুল গোফফার ও জাহানারা বেগম।
পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।