কাজল বললেন শাহরুখ ‘চিটার’
বলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি শাহরুখ খান আর কাজলের। পর্দায় তাদের একসঙ্গে দেখলেই দর্শকদের মনের ঘরে ভায়োলিন বাজতে শুরু করে। এই দুই জুটির ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘মাই নেম ইজ খান’, ‘কাভি খুশি কাভি গাম’ ছবিগুলো এখনো জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। তাইতো শাহরুখ আর কাজল একসঙ্গে কাজ করবেন শুনলেই মানুষের আগ্রহ তৈরি হয়।
তবে এবার ঘটলো ভিন্ন ঘটনা। প্রকাশ্যে শাহরুখ খানকে চিটার বললেন কাজল!
বাস্তবে প্রেমের সম্পর্ক তাদের কোনোদিনই ছিল না। কিন্তু বন্ধুত্বটা তো ছিল! সেখানেও কি তবে এবার ভাঙন শুরু? নয়তো খোলাখুলি শাহরুখকে চিটার কেন বলবেন কাজল। কেন চটলেন কাজল? কাজল সোশ্যাল মিডিয়াতেও জানিয়েছেন যে শাহরুখ আসলেই চিটার। তাকে চিট করেছেন বাদশা।
এই খবর ছড়াতেই খোঁজ নেওয়া শুরু। আর তখনই সামনে এলো এক মজার বিষয়। কাজল তার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি কার্টুন শেয়ার করেছেন। করণ জোহর পরিচালিত ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর। সেই বিখ্যাত বাস্কেট বল খেলার দৃশ্য। সেখানেই দেখা যাচ্ছে বড় বড় অক্ষরে লেখা, ‘রাহুল ইজ আ চিটার চিটার চিটার’। শাহরুখ খানকেই মার্ক করা হয়েছে। এই কার্টুন শেয়ার করে কাজল লিখেছেন, ‘ছবি মুক্তির ২২ বছর পর কার্টুন রিলিজ করলো। এখনো মানুষ ভালোবাসে এই ছবিকে।’