করোনা আক্রান্ত জেমি ডে
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যদিও তার দেহে হালকা ঠাণ্ডা থাকলেও করোনার কোনো উপসর্গ নেই। দলের ম্যানেজার আমের খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কোভিড-১৯ টেস্ট করিয়েছিলেন জেমি ডে। রোববার সেই টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। তবে তাকে আরেকবার করোনা পরীক্ষা করানো হবে। পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসলে জেমি ডে ১৪ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে থাকবেন। সেই ক্ষেত্রে আগামী মঙ্গলবার নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে ডাগ আউটে সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিনস দায়িত্ব পালন করবেন।
দলের ম্যানেজার আমের খান বলেন, এতে আসলে বলার কিছু নেই। এখন পরিস্থিতিটাই এমন, যে কারও করোনা পজিটিভ হতে পারে। জেমির করোনাভাইরাসে আক্রান্ত হওয়া আমাদের জন্য দুঃখজনক বিষয়। তার দ্রুত সুস্থ্যতার সকল ব্যবস্থা এরই মধ্যে নেয়া হয়েছে।
লাল-সবুজের দলের কোচ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় রোববার সকাল অনুশীলন বাতিল করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।যদিও নেপালের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে দুই দলের খেলোয়াড়দেরও পরীক্ষা করা হয়েছিল। তাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে বাফুফে।