করোনায় আক্রান্ত আল্লু অর্জুন
তেলেগু চলচ্চিত্রে করোনার হানা। এবার করোনা আক্রান্ত হলেন সুপারস্টার আল্লু অর্জুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই খবরটি জানিয়েছেন এই অভিনেতা।
বুধবার দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা আল্লু অর্জুন এক টুইটার পোস্টে লিখেছেন, “আমার কোভিড টেস্টে পজিটিভ হয়েছি। বাড়িতে নিজেকে আইসোলেট করে নিয়েছি এবং যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলছি।”
এ সময় তিনি আহ্বান জানিয়ে বলেন, “যারা আমার সংস্পর্শে এসেছেন তাদেরকে করোনা টেস্ট করে নিতে অনুরোধ করছি। আমাকে নিয়ে উদ্বিগ্ন হতে হবে না, কারণ আমি ভালোই আছি। বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন এবং সুযোগ এলে ভ্যাক্সিন নিয়ে নিন।”
প্রসঙ্গত, ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সে দেশের সরকার। ইতিমধ্যে বিভিন্ন দেশ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।