নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

সোমবার, জুন ১৬, ২০২৫

এবার পেসারেই ভরসা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, যশোর ১ ফেব্রুয়ারী,২০২১

সামনে ২০২৩ বিশ্বকাপ মাথায় রেখে ওয়ানডে সিরিজে দল সাজিয়েছে বাংলাদেশ। ১৮ জনের চূড়ান্ত টেস্ট দল দেখেও খানিকটা বিস্মিত হয়েছিল সবাই। তবে পাঁচজন পেসার রাখার পেছনে বাইরের মাঠে ভালো করার লক্ষ্য আছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

বাংলাদেশের উইকেট বরাবরই স্পিনবান্ধব। এখানে তাই পেসারদের জন্য উইকেট পাওয়া কিছুটা কঠিনই। এমনকি অধিকাংশ ম্যাচই কম রানের মধ্যে সীমাবদ্ধ থাকে। তবে দেশের বাইরে গিয়ে হারতে হয়েছে অনেকবার, যার পেছনে প্রধান কারণ স্পোর্টিং উইকেটে পেসভিত্তিক বোলিংয়ের অভ্যাস না থাকা। ওয়ানডে সিরিজ জয়ের পর টেস্ট সিরিজে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাই মূল টেস্ট দলে রেখেছে পাঁচজন পেসার। 

এই ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, “আমাদের বাইরে খেলার কথা ভাবতে হবে এবং এটিই পেসারদের দলে নেয়ার মূল কারণ। পাঁচজন পেসারই যে পুরো সিরিজজুড়ে একইরকম ফিট এবং উদ্দীপ্ত থাকবে, সেটা বলা বলতে পারছিনা। কারন টেস্টে এমন উদ্দীপনা ধরে রাখা খুবই কঠিন। এজন্যই পাঁচজন পেসার নেয়া হয়েছে। অনেক কিছু বিবেচনা করেই ১৮ সদস্যের দল ঘোষণা করেছি। যে কেউ করোনা আক্রান্ত হলে যেন তার বদলে যে কাউকে নামানো যায় সেই বিকল্পও রাখতে হয়েছে।”

বাংলাদেশ টেস্ট দল স্পিন আক্রমণে খুব দক্ষ হলেও পেসারদের তেমন প্রভাব নেই বললেই চলে। এমনকি চট্টগ্রামে অনুষ্ঠিত ২০১৮ সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশ স্পিনারদের বেশি গুরুত্ব দিয়েছিলো। খুব বাজেভাবে সেই টেস্টে হেরেছিলো বাংলাদেশ। এবার একই মাঠে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন এবং সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজ দিয়ে অভিষিক্ত হাসান মাহমুদকে মূল দলে রেখেছে বাংলাদেশ। এক্ষেত্রে আসন্ন এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষেও মাঠে নামার জন্য অন্য এশীয় দেশগুলোর মতো পেসারদের প্রস্তুত করতে চায় বাংলাদেশ।

আগামী ৩ ফেব্রুয়ারি সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আগামী ১১ তারিখ থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সফরকারীদের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হারানোর পর এবার পেস আক্রমণে বাংলাদেশ কতটা সফল হয়, সেটিই বড় প্রশ্ন। 

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর