নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

সোমবার, জুন ১৬, ২০২৫

এক মাসে দুবার দাম বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক, যশোর ২০ ডিসেম্বর,২০২০

রাজবাড়ীর বাজারগুলোতে নতুন চালের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এক মাস ধরে আসছে নতুন চাল। তারপরও দাম বাড়ছে। প্রতিনিয়ত দাম বাড়তে থাকায় চাল কিনতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা।

শনিবার রাজবাড়ী বড়বাজারে গিয়ে দেখা যায়, বাজারে পর্যাপ্ত নতুন চালের সরবরাহ রয়েছে। তারপরও গত সপ্তাহের তুলনায় কেজিতে দাম বেড়েছে ৭ থেকে ৮ টাকা। এ নিয়ে চলতি মাসে পরপর দুইবার বাড়ানো হয়েছে চালের দাম।

নতুন চাল বাজারে আসার আগে প্রতি কেজি মোটা চাল বিক্রি হতো ৩৮ থেকে ৪২ টাকায় এবং চিকন চাল বিক্রি হতো ৪৮ থেকে ৫২ টাকায়। বর্তমানে প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৫২ টাকা এবং চিকন চাল ৫৫ থেকে ৬৫ টাকায়।

ক্রেতারা বলছেন, বাজারে চালের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তারপরও ব্যবসায়ীরা কারসাজি করে দাম বাড়িয়ে বিক্রি করছেন।

বাজার স্থিতিশীল করতে এবং দাম সাধ্যের মধ্যে আনতে প্রশাসনের নজরদারি ও বাজার মনিটরিং প্রয়োজন বলে মনে করেন ক্রেতারা।

এদিকে চালের দাম বৃদ্ধির বিষয়ে ব্যবসায়ীরা জানান, বাজারে চালের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তা ঠিক। কিন্তু তাদের পাইকারি বাজার থেকেই বাড়তি দামে চাল কিনতে হচ্ছে। তাই বাধ্য হয়ে ক্রেতাদের কাছে তারা বাড়তি দামে চাল বিক্রি করছেন।

ব্যবসায়ীরা আরো জানান, গত এক সপ্তাহে বস্তাপ্রতি চালের দাম বেড়েছে ২০০ থেকে ২৫০ টাকা। কিন্তু দাম বাড়ার কোনো কারণ নেই। মিলাররা কারসাজি করে দাম বাড়িয়ে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন।

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর