এক বোয়ালের দাম ২২ হাজার টাকা
এবার পদ্মায় ধরা পড়েছে ১২ কেজি ওজনের বিশাল আকারের একটি বোয়াল মাছ।
বৃহস্পতিবার ভোরে রাজবাড়ী অন্তরমোড় এলাকায় পদ্মানদীতে জেলে মোহাম্মদ সেখের জালে মাছটি ধরা পড়ে।
সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার বাবু সরদারের আড়তে মাছটি তোলা হয়। সেখানে প্রতিকেজি ১৮৫০ টাকা কেজি দরে ২২ হাজার দুইশ টাকায় মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। এ সময় মাছটি দেখতে ভির করেন উৎসুক জনগণ।
চান্দু মোল্লা জানান, ১২ কেজি ওজনের ওই বোয়াল মাছটি তিনি প্রতিকেজি দুই হাজার টাকা কেজি দরে ২৪ হাজার টাকায় বিক্রি করবেন। এছাড়া তিনি আজ কাতলসহ আরও কয়েকটি মাছ
বিক্রির জন্য কিনেছেন।