ইয়াবাসহ যুবক আটক
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় ৫০ পিস ইয়াবাসহ হাসিবুর রহমান চৌধুরী (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাঁচহাট বাজার সংলগ্ন ধনু নদীর তীর থেকে তাকে আটক করা হয়।
আটক হাসিবুর পাঁচহাট গ্রামের সুরুজ আলী চৌধুরীর ছেলে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, গোপন সংবাদ ছিল হাসিবুর দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত। শুক্রবার সন্ধ্যায় সে ইয়াবা বিক্রিতে বের হলে খালিয়াজুরী থানা পুলিশ তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
মজিবুর রহমান আরো জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে হাসিবুরকে শনিবার সকালে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।