নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

ইমরুল-রিয়াদের ফিফটি

নিজস্ব প্রতিবেদক, যশোর ৬ অক্টোবর,২০২০

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বৃষ্টির লুকোচুরি মধ্যে শেষ হয়েছে দ্বিতীয় ও শেষ দুইদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন। আগে ব্যাট করতে নেমে দিন শেষে ওটিস গিবসন একাদশের সংগ্রহ ৮ উইকেটে ২৪৮ রান। ফিফটির দেখা পেয়েছেন ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ রিয়াদ। সকালে প্রথম স্পেলে তাসকিনের প্রচন্ড গতি ও সুইংয়ে পরাস্ত হন ওটিস গিবসন একাদশের দুই ফ্রন্টলাইন সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত। দুজনই উইকেটের পেছনে ক্যাচ দেন। দুই স্পেলে ৯ ওভার বোলিং করে দুই মেডেনসহ ২৮ রানে ৩ উইকেট নেন তাসকিন।

প্রথম ম্যাচে রান না পাওয়া ইমরুল এ ম্যাচে নিজেকে খুঁজে পেয়েছেন। দেখা পেয়েছেন ফিফটির দেখা। কিন্তু এরপর ইনিংসটা বড় করতে পারেননি। ৫৯ রানে তাসকিনের বলে রিটার্ন ক্যাচ দিয়ে ফিরতে হয় এ বাঁহাতি ওপেনারকে। ইমরুলের পথে হেঁটে হাফ সেঞ্চুরি তুলে নেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। ৫৬ রান করে রিয়াদ আউট হন সাইফউদ্দিনের বলে। এছাড়া লিটন কুমার দাস ৪৪, সৌম্য সরকার ২৬ ও মোসাদ্দেক হোসেন সৈকত ২৯ রান করেন।

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর