নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

সোমবার, জুন ১৬, ২০২৫

আসছে ‘পিকে’র দ্বিতীয় কিস্তি

নিজস্ব প্রতিবেদক, যশোর ২২ ফেব্রুয়ারী,২০২১

আমির খান ভক্তদের জন্য সুখবর। আসছে ‘পিকে’র সিক্যুয়াল। সিনেমার প্রযোজক বিধু বিনোদ চোপড়ার সূত্রে এমনই আভাস দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ‘পিকে’ সিনেমা শেষ হওয়ার পর থেকেই সিনেমাটির সিক্যুয়াল নিয়ে চিন্তা করে রেখেছিলেন প্রযোজক বিনোদ। অবশেষে সেটাই হতে যাচ্ছে। সম্প্রতি সিনেমাটির সিক্যুয়াল নিয়ে আলোচনা শুরু করছেন প্রযোজক বিনোদ। কথা বলেছেন হিরানি ও আমির খানের সঙ্গে।

ভারতীয় গণমাধ্যম মিড-ডে ডটকমের খবর, দ্বিতীয় কিস্তির কাহিনি এগিয়ে নেবেন রণবীর কাপুর। বিনোদ চোপড়া বলেন, “আমরা সিক্যুয়াল নির্মাণ করব। রণবীরকে প্রথম কিস্তিতে সিনেমার শেষের দিকে দেখিয়েছিলাম, তাই আরও গল্প বলার আছে। কিন্তু অভিজাত জোশি এখনো লিখে ওঠেননি। যেদিন তিনি লিখবেন, আমরা নির্মাণ করব।”

২০১৪ সালে নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করেন আনুশকা শর্মা ও প্রয়াত সুশান্ত সিং রাজপুত। আমির খানের চরিত্র পৃথিবীতে আগমনের পর একটি ডিভাইস হারিয়ে ফেলেছিল আর তা ফিরে পেতে সহায়তা করেন আনুশকা। সিনেমাটি মুক্তির পর নানা আলোচনা-সমালোচনা হয়।

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর