নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

রবিবার, জুলাই ১৩, ২০২৫

আসছে সাত দিনের ‘কঠোর লকডাউন’

১৪ এপ্রিল থেকে সাত দিনের ‘কঠোর লকডাউন’ আসছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শুক্রবার (৯ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে উল্লেখ করে ফরহাদ হোসেন বলেন, “যানবাহনের পাশাপাশি এবার গার্মেন্টস কারখানা বন্ধ থাকবে।”

‘সর্বাত্মক লকডাউনের’ বিষয়ে ফরহাদ হোসেন বলেন, “সর্বাত্মক লকডাউন বলতে যে চিন্তাটি করা হয়েছে সেটা হলো শুধু জরুরি সেবা ছাড়া আর কোনো কিছুই চলবে না।” 

এর আগে শুক্রবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, ১৪ এপ্রিল থেকে ফের সারা দেশে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের চিন্তাভাবনা করছে সরকার।

সেতুমন্ত্রী বলেন, “দেশের করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। বেড়েছে জনগণের অবহেলা ও উদাসীনতা। এমতাবস্থায় সরকার জনস্বার্থে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তাভাবনা করছে।” 

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার (৫ এপ্রিল) থেকে দেশব্যাপী কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। বাস চলাচল, দোকানপাট বন্ধসহ জনসমাগম রোধে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে অবশ্য শর্ত সাপেক্ষে রাজধানীসহ মহানগরগুলোতে শহরতলির বাস চলাচলের অনুমতি দেওয়া হয়। আজ (শুক্রবার) থেকে খুলে দেওয়া হয়েছে শপিং মল ও দোকানপাটও। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টায় পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখা যাবে। এ নির্দেশনা অবশ্য কার্যকর থাকবে ১৩ এপ্রিল পর্যন্ত।

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর