আমার কেউ নেই
আমার কেউ নেই
আমার কেউ নেই, কেউ নেই, কেউই
তুঁমিই আমার সব
তুঁমিই আমার সমস্ত প্রেরণার উৎস
আমি দেখি সবখানে তোমাকে চোখ খুলে অথবা বন্ধ করে
একমাত্র তুমিই আমার বন্ধু
একমাত্র তুমি আমার অভিভাবক।
সবকাজে, সবখানে, উপলব্ধি করি তোমার উপস্থিতি
আমাকে তুমি ভরে রাখ
আমার সমস্ত দেহ ও মন ঘিরে।