নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

সোমবার, জুন ১৬, ২০২৫

অনুমতি দিল ঔষধ প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, যশোর ৫ জানুয়ারী,২০২১

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকারের করোনা ভাইরাস টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর।

সোমবার (৪ জানুয়ারি) রাতে অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান জরুরি ভিত্তিতে এই টিকা ব্যবহারের সাময়িক অনুমোদন (ইইউএ) দেন।

তিনি বলেন, “অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা আমদানির বিষয়ে আমরা নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছি, এটি আমদানি করার জন্য। এটি আমদানি করে ব্যবহার করতে পারবে।“

কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক আবু হেনা মোরশেদ জামান জানান, জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি পাওয়ায় ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা দেশে আনতে আর কোনো বাধা থাকছে না।

এর আগে সংবাদ সম্মেলনে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন জানান, টিকা আমদানির অনুমতি পেলে এক মাসের মধ্যে বাংলাদেশে করোনার টিকা আনা হবে।

তিনি বলেন, “চুক্তি অনুযায়ী এখন সেরাম ইনস্টিটিউটকে ধাপে ধাপে তিন কোটি ডোজ টিকা বাংলাদেশকে সরবরাহ করতে হবে।“

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর