অক্টোবরেই ঘোষণা আসবে
চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবেই তুমুল জনপ্রিয় প্রার্থনা ফারদিন দীঘি। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে সেই ছোট্ট দীঘি নায়িকা হিসেবে ইতোমধ্যে একটি সিনেমার কাজ শেষ করে ফেলেছেন। নাম ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। গত মাসে ছবিটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে।
এদিকে, শাপলা মিডিয়ার ব্যানারে চুক্তিবদ্ধ হওয়া সিনেমার অরেকটির শুটিং শুরু হতে পারে বলে জানিয়েছেন দীঘি। এছাড়াও অন্য প্রযোজনা সংস্থার আরো দুইটা নতুন সিনেমায় কাজের কথা চলছে। চলতি মাসেই ঘোষণা আসবে। এবার দীঘির নায়িকা হওয়ার মিশন কেমন হয় সেটাই দেখার পালা।
এই সময়ে শুটিংয়ের বাইরে দীঘি পড়াশোনা নিয়েও ব্যস্ত। স্টামফোর্ড কলেজে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিনি। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাটাও ঠিকঠাকভাবে করতে চাই বলে জানান দীঘি।
উল্লেখ্য, শুরুতে একটি মোবাইল অপারেটরের
বিজ্ঞাপনে দুর্দান্ত অভিনয় করে সাড়া ফেলে ছোট্ট দীঘি। এরপর বড় পর্দায় ডাক
পেয়ে শিশুশিল্পী হিসেবে দীঘি অভিনয় করেছেন- ‘চাচ্চু’, ‘দাদী মা’, এক টাকার
বউসহ মোট ৩৮টি সিনেমায়, যার অধিকাংশই ব্যবসাসফল।