'একজন দেবদূত সালমান'
বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানালেন কোরিওগ্রাফার ও পরিচালক রেমো ডিসুজার স্ত্রী লিজেল ডিসুজা। দুঃসময়ে সালমান যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন, মানসিক শক্তি যুগিয়েছেন, তার জন্যই ভাইজানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ডিসুজা বলেছেন, সালমান খানকে অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সালমান একজন 'অ্যাঞ্জেল' (দেবদূত)।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রেমো হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই সালমান সব সময় আমাদের মানসিক শক্তি যুগিয়েছেন, বাড়িয়েছেন মনোবল।
সালমানের পাশাপাশি বন্ধু, পরিবারকেও জন্যবাদ জানান লিজেল ডিসুজা। পাশাপাশি হাসপাতাল, সেখানকার চিকিৎসক, চিকিৎসাকর্মী প্রত্যেককে ধন্যবাদ জানান তিনি।
সম্প্রতি হৃদযন্ত্রে সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয় বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক রেমো ডিসুজাকে। রেমো ডিসুজার অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই তার অনুরাগীদের মধ্যে আশঙ্কা বাড়তে শুরু করে। বলিউড তারকারাও আশঙ্কা প্রকাশ করেন রেমোর অসুস্থতা নিয়ে। তবে চিকিৎসার পর আপাতত সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন এই কোরিওগ্রাফার, পরিচালক।