নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

শনিবার, জানুয়ারী ১৮, ২০২৫

যশোরে আরও ২৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, যশোর ২২ সেপ্টেম্বর,২০২০

যশোরে ১১২ জনের নমুনা পরীক্ষা করে আরো ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই নিয়ে যশোর জেলায় মোট ৩,৭৭১ জন করোনায় আক্রান্ত হলেন।

করোনায় মারা গেছেন ৪৪ জন। আর সুস্থ হয়েছেন ২,৬৮৫ জন।

সোমবার সকালে যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক, পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, যবিপ্রবি’র ল্যাবে ৩ জেলার ১৩৬ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের পজিটিভ এবং ১১২ জনের ফলাফল নেগেটিভ এসেছে।

এর মধ্যে যশোরের ১১২ জনের মধ্যে ২৪ জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। এ ছাড়া মাগুরার ২৩ ও নড়াইলের ১ জনের নমুনা পরীক্ষা করে সবকটিই নেগেটিভ ফল পাওয়া যায়।

ফলাফল সকালে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের জানিয়ে দেওয়া হয়েছে বলে জানা যায়।

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর