নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

নেপালে ভয়াবহ ভূমিধস, নিহত ১২

নিজস্ব প্রতিবেদক, যশোর ১৪ সেপ্টেম্বর,২০২০

নেপালে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো ২১ জন। দেশটির সরকারি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

দেশটির সরকারি কর্মকর্তা মুরারি ওয়াস্তি জানান, রবিবার চীনের তিব্বত সীমান্তের বারাভিস এলাকায় ভূমিধসে ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ২১ জন। আর উত্তর-পশ্চিমের একই ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

 

 

কর্মকর্তা আরো জানান, দু’টি স্থানেই ভোর হওয়ার আগেই ভূমিধসের ঘটনা ঘটে। ফলে মানুষ নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ পাননি।

 

 

নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে বলে খবরে বলা হয়েছে। রয়টার্স, আল জাজিরা

 

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর