নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

সোমবার, অক্টোবর ৭, ২০২৪

দেশে একসাথে তিন ধর্মের উৎসব উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, যশোর ২১ অক্টোবর,২০২১

ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত সমাবেশে হাজার হাজার মুসলিম আন্তঃ ধর্মীয় ঐক্য বজায় রাখার শপথ নিয়েছে। একইসাথে মুসলিমদের ঈদ-এ-মিলাদুন্নবী, হিন্দু ধর্মাবলম্বীদের কোজাগরী লক্ষ্মীপূজা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়েছে। সাম্প্রদায়িক অস্থিরতার কয়েকদিন পর ধর্মীয় উৎসবগুলো উদযাপিত হলো।

মাইজভাণ্ডারী দরবার শরীফ আয়োজিত ধর্মীয় সমাবেশে অংশগ্রহণকারীরা হাত তুলে বলেন, ‘আমরা ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাকে মেনে নেব না।’

বুধবার (২০ অক্টোবর) সমাবেশে আলেম ও সুফিদের পাশাপাশি মন্ত্রী, রাজনীতিবিদ, বিদেশী কূটনীতিক ও সম্মানিত ব্যক্তিবর্গ অংশ নেন। 

দরবার শরীফের বর্তমান নেতা মহানবী হজরত মোহাম্মদ (সা.) এর বংশধর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ সমাবেশে শপথবাক্য পরিচালনা করেন।

তিনি বলেন, এ বছর মিলাদুন্নবী কোরআনের নির্দেশনা ও নবী (সা.) এর শিক্ষার সাথে সঙ্গতি রেখে আন্তঃধর্মীয় ঐক্যকে সমুন্নত রাখার এক অসাধারণ সুযোগ নিয়ে এসেছে। বাসস।

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর