খল চরিত্রে আফরান নিশো
সত্য ঘটনা অবলম্বনে পরিচালক শিহাব শাহীন নির্মাণ করছেন ক্রাইম থ্রিলার ‘মরীচিকা’। প্রায় ১৮ বছর আগে এক জনপ্রিয় মডেলের রহস্যময় মৃত্যুকে কেন্দ্র করে এটি নির্মিত হতে যাচ্ছে বলে জানা গেছে। জনপ্রিয় অভিনেতা জোভানের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
পুলিশ
কর্মকর্তার চরিত্রে চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করবেন ফারজানা
রিক্তা। এরইমধ্যে পরিচালক, কাস্টিং, গল্পের আভাসে বেশ আলোচনায় এসেছে ওয়েব
সিরিজটি।
‘মরীচিকা’ নাটকে প্রধান খল চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। অফিসিয়ালি বিষয়টি নিয়ে মুখ খুলেননি পরিচালক ও অভিনেতা। তবে এ সিরিজ সংশ্লিষ্ট বেশ কিছু সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
গেল কয়েকদিন ধরেই করোনার বিধি নিষেধ মেনে রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে সিরিজটির চিত্রায়ন শুরু হয়েছে। সিয়াম ও রিক্তা শুটিংয়ে অংশ নিলেও জোভান-মাহি যোগ দেবেন খুব শিগগিরই। তবে তাদের আগেই সোমবার (৫ অক্টোবর) থেকে শুটিং শুরু করবেন আফরান নিশো।
এই বিষয়ে জানতে শিহাব শাহীন গণমাধ্যমে বলেন, আপাতত কাজটি শেষ করতে চাইছি। এ নিয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না। সময়মতো প্রযোজনা সংস্থাই আনুষ্ঠানিকভাবে সবকিছু জানাবে।
বিগ বাজেটের ‘মরীচিকা’ ওয়েব সিরিজটি খুব শিগগিরই ওটিটি প্লাটফর্ম ‘চড়কি’ তে মুক্তি পাবে বলে জানা যায়।