আকিজ জুট মিলে উদ্ভোধন হল “শুভ পাট খরিদ ২০২৩-২০২৪” অনুষ্ঠান
সৈয়দ আরাফাত হোসেন তাজ
নিজস্ব সংবাদদাতা: আজ রবিবার(৩০-০৭-২০২৩) সকাল ১১:৩০ ঘটিকায় আকিজ জুট মিলস্ লিমিটেড, আকিজ সিটি, নওয়াপাড়া, যশোরের দরবার হলে আকিজ গ্রুপের চেয়ারম্যান জনাব সেখ নাসির উদ্দিন (সিআইপি)- এর সভাপতিত্বে “শুভ পাট খরিদ ২০২৩-২০২৪” উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তুরস্কের সম্মানিত ক্রেতা মুস্তফা একিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভয়নগর ও বসুন্দিয়া গণমানুষের নেতা অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও অভয়নগর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর ও নওয়াপাড়া পৌরসভার বার বার নির্বাচিত মেয়র ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জনাব বাবু সুশান্ত কুমার দাস শান্ত, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ জনাব রবিউল হাসান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এবিএম মেহেদী মাসুদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা, অভয়নগর থানা, হামিদ উদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, নওয়াপাড়া হাইওয়ে থানা, মোঃ রুহল আমিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, শিল্প পুলিশ, যশোর, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, সম্মানিত তুরস্কের অন্যান্য আরো ৫ জন ক্রেতা , প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক শেখ আব্দুল হাকিম, ডিজিএম আবু জাফর পরামানিক, ডেপুটি ম্যানেজার (হেড অফ এইচআর অ্যান্ড এডমিন) সুব্রত শর্মা ও সম্মানিত পাট বেপারীগণ, সিবিএ নেতারা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের সেন্ট্রাল ওয়েব্রিজ স্কেল সম্মুখে দোয়া ও মুনাজাতের মাধ্যমে পাটের গাড়ি হতে পাট আনলোড করেন আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন(সিআইপি) মহোদয় ও উপস্থিত মেহমানগণ। তুরস্ক থেকে আগত অনুষ্ঠানের প্রধান অতিথি মুস্তফা একিন আকিজ জুট মিলস লিমিটেডের সফলতা কামনা করেন। এরপর পাট সরবরাহকারী ও বিক্রেতাদের বর্তমান প্রেক্ষাপটে পাট সম্পর্কে তাদের মতামত ও অভিজ্ঞতা ব্যক্ত করার জন্য অনুষ্ঠানের সভাপতি মহোদয় অনুরোধ করেন। উপস্থিত সকলের অংশগ্রহণে দুপুরের মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজের বিরতির পর সভাপতি মহোদয়ের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সভাপতি মহোদয় পাট বেপারীদের উদ্দেশ্যে পাটের সেই সোনালী জগত ফিরিয়ে আনার লক্ষ্যে উন্নত জাতের ভালো পাট, শক্ত আঁশ ও শুকনা পাট দেওয়ার জন্য পরামর্শ দেন। অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অন্যান্য মেহমানগণও বক্তব্য রাখেন ।